বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহাসিক পরিক্রমায় বাউল সংগীতের প্রভাব অত্যন্ত বাপক এবং জোরালো। বাউলদের জীবনবোধ চিন্তা,দর্শন এবং তাদের অঙ্গভঙ্গির মধ্যে ফুটে উঠেছে এক অহিংস চেতনার বাণী যা মানব সমাজের পারস্পারিক শ্রদ্ধা এবং পারস্পারিক সম্প্রীতি সংরক্ষণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রীতির বার্তাকে আরও তরান্বিত করা জন্য আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহের এবারের আয়োজন ” সম্প্রীতি সন্ধাঃ বাউল গান ও কনসার্ট”। এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।