৩য় আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসবের সময়সূচি
যদি সাম্প্রদায়িকতা আঘাত হানে,
প্রতিহত করো যুক্তিবাণে।
প্রতিবছর সারা বিশ্বে জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ পালন করা হয়। সকল ধর্মের মানুষের মাঝে শান্তি, কল্যাণ এবং সম্প্রীতির বার্তা পৌছানোর লক্ষ্যে এই সপ্তাহটি বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে বিশ্বে ধর্মীয় সংঘাত মাথাচাড়া দিয়ে উঠছে। সংঘাতের অন্যতম মূল কারণ অন্যের ধর্ম সম্পর্কে ধারণা না থাকা।এই অজ্ঞতাকে পুঁজি করে এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী নিজেদের আখের গোছাতে ধর্মীয় সংঘাত উসকে দিচ্ছে।
এমন এক বৈশ্বিক প্রক্ষাপটে
“উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্তঃধর্মীয় সম্প্রীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষ্যে গত দুবারের ধারাবাহিকতায় “আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র”এর সহযোগিতায় ”ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব” আয়োজন করতে যাচ্ছে,
“৩য় আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব-২০২২”